প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৫:৪৩
ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী ফরিদগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলামসহ ১৫ জন সেনা সদস্যের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফরিদগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সকদীরামপুর গ্রামের মো. মাইনুদ্দিন বেপারী (২৮), মো. জাকির হোসেন বেপারী (৩৩) ও মো. আলাউদ্দিন বেপারী (৩৮) কে গ্রেফতার হয়।
আটক এই তিন মাদক ব্যবসায়ীদের নিকট হতে একটি পলিথিনে জিপারযুক্ত পলি প্যাকেটের মধ্যে অ্যামফিটামিনযুক্ত ১০০ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ১৫ হাজার টাকা ও একটি
মোবাইল ফোন VIVO টাচ, পৃথক জিপারযুক্ত পলি প্যাকেটের মধ্যে অ্যামফিটামিনযুক্ত ৫৭ ইয়াবা ট্যাবলেট এবং আরেকটি
জিপারযুক্ত পলি প্যাকেটের মধ্যে অ্যামফিটামিনযুক্ত ৩৫ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ১৪ হাজার পাঁচশ' টাকা ও একটি মোবাইল ফোন VIVO টাচ উদ্ধার করা হয়। পরে উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১ টি নিয়মিত মামলা করেন।