বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৮:৩৫

সেনাবাহিনী ও র‌্যাব-১১ -এর যৌথ অভিযান

বিদেশী পিস্তল গুলি ও ম্যাগজিনসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
বিদেশী পিস্তল  গুলি ও  ম্যাগজিনসহ  গ্রেফতার ১

বুধবার (২১ মে ২০২৫) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-১১-এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হাফেজ আহম্মদ (৫২) নামক ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় সরকার মোস্তাফিজুর রহমান ওয়াফি (২৪) নামক এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদের অবস্থানরত গার্ড রুম তল্লাশি করে ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত হাফেজ আহম্মদ (৫২) কুমিল্লা জেলার চান্দিনা থানার দারোরা গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পলাতক আসামী সরকার মোস্তাফিজুর রহমান ওয়াফি (২৪) তার হেফাজতে রেখে যায়।

পলাতক আসামী সরকার মোস্তাফিজুর রহমান ওয়াফি (২৪) দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটিত করে আসছিলো। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়