প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৫৭
মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযানে ৩টি জাগ অপসারণ ও জাল-নৌকা জব্দ

বুধবার (৯ এপ্রিল ২০২৫) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীর মোহনপুর ও নাছিরাকান্দিতে অভিযান পরিচালনা করে
|আরো খবর
৩টি জাগ অপসারণ, ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৩ টি মশারি জাল ও একটি নৌকা জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট ও নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুজ্জামানসহ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, জাল পুড়িয়ে বিনষ্ট ও নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারের নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।