প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযান
কিশোর গ্যাং লিডার মিলনসহ আটক ২ : দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কিশোর গ্যাং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) রাতে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়ার তত্ত্বাবাধানে
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং অপরাধ দমনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মডেল থানা পুলিশের এসআই একরামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানকালে চাঁদপুর শহরের কিশোর গ্যাং লিডার মিলন ও তার সহযোগী জাহিদকে আটক করা হয় এবং
১টি স্টিলের চাপাতি, ১টি স্টিলের কিরিচ ও ১টি ছুরি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মডেল থানা পুলিশের অভিযান পরিচালনাকারী দলটি শহরের উকিল পাড়াস্থ আল-আমিন ছাত্রী শাখার সামনের রাস্তা থেকে
মিলন (২২) (পিতা-ইউসুফ আলী, মাতা-মুন্নি বেগম প্রকাশ মনি, সাং-মধ্য শ্রীরামদি, পুরাতন বাজার, দুলু খান বাড়ি, ওয়ার্ড নং-০২, হাল সাং-পুরাতন আদালত পাড়া, মজুৃমদার বাড়ি, চাঁদপুর ) ও জাহিদ হাসান (১৯) (পিতা-জাহাঙ্গীর খান, মাতা-রুমা বেগম, সাং-পুরাতন আদালত পাড়া, নতুন বাজার, চাঁদপুর)কে আটক করে থানায় নিয়ে আসে।
আটক কিশোরদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, চাঁদপুর শহরের কিশোর গ্যাং
লিডার হিসেবে মিলনের নাম বার বার পুলিশের কাছে আসছে। কিন্তু মডেল থানা পুলিশ উক্ত মিলনকে আটকের জন্যে কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। কারণ পুলিশের অভিযানের খবর পেয়ে সে পালিয়ে যেতো। অবশেষে সে পুলিশের হাতে আটক হয়েছে। মিলনের আটকের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকায় বসবাসরত ভুক্তভোগী বাসিন্দারা।
এই বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, শহরের কিশোর গ্যাং লিডার মিলন ও তার সহযোগীকে চাঁদপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে। উভয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি চাঁদপুর শহরের কিশোর গ্যাং অপরাধ দমনে শহরবাসীর সহযোগিতা কামনা করেন।