মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭

মেঘনায় ২৫ বেহুন্দি জাল জব্দ

মেঘনায়  ২৫ বেহুন্দি জাল জব্দ
অনলাইন ডেস্ক

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ছোট মাছসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী ২৫ অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ করে।

বিকেল ৩টায় অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত)-এর আওতাধীন বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দিসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার বহরিয়া মেঘনা নদী, মুকন্দীচর এবং আশাপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ২৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়।

দুপুরে জব্দকৃত জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদি হাসান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়