মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭

ফলোআপ : আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে সঙ্গে থাকা যুবককে খুঁজছে পুলিশ, লাশ দাফন

মাহবুব আলম লাভলু
রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে সঙ্গে থাকা যুবককে খুঁজছে পুলিশ, লাশ দাফন
নিহত রুবেলের পাশে তার সাথে থাকা যুবক (সিসি টিভি ফুটেজে দৃশ্যমান )।

চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া মতলব উত্তরের যুবক রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে তার সঙ্গে থাকা যুবককে পুলিশ খুঁজছে। এ যুবককে খুঁজে পেলে মৃত্যুর মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর শহরের বিপণীবাগে রূপসী আবাসিক হোটেল থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রুবেল হোসেন রাফির লাশ উদ্ধার করে পুলিশ। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের হাবিব উল্লাহ সরদারের ছেলে রুবেল হাসান রাফি (২৮)। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) রুবেলের লাশ ময়না তদন্তের পর বাড়িতে নিয়ে আসলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শত শত মানুষ তাকে শেষবারের মতো দেখার জন্যে ছুটে আসে। বাদ মাগরিব নিহত রুবেলের জানাজা শেষে দাফন করা হয়।

রুবেলের মৃত্যুর খবর পেয়ে তার বড় ভাই চাঁন মিয়া বিদেশ থেকে চলে আসেন। চাঁন মিয়া বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জানা যায়, ঘটনার দিন রুবেলের সাথে এক যুবককে দেখা যায়। সে যুবক হোটেলের কক্ষ বুকিং করে। সিসি টিভির ফুটেজে দেখা যায়, যুবকটি খাবার হোটেলেও রুবেলের সাথে খাবার খায়। ঘটনার দিন যুবকটিকে আর পরে দেখা যায়নি। রুবেলের মৃত্যুর মূল রহস্য বের করার জন্যে তার সাথে থাকা এই যুবককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে। যুবকটিকে খুঁজে পেলে এ মৃত্যুর রহস্য বের হতে পারে।

নিহত রুবেলের বোন শাহিনূর জানান, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের এক বন্ধু খাবার হোটেলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যুবককে ভাইয়ের সঙ্গে দেখেছে। আমরা মামলা দায়ের করবো।

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, নিহত যুবকের সাথে যে ছিলো তাকে পুলিশ খুঁজছে। তাকে পাওয়া গেলে ঘটনার মূল রহস্য জানা যাবে। মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়