প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার গোয়ালঘরে মাথাবিহীন তরুণীর পোড়া মরদেহ উদ্ধার, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়ালঘর থেকে মাথাবিহীন এক তরুণীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। এ ঘটনায় ফারহান রনি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফারহান আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে এবং এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরির সূত্র ধরে এই ঘটনার সূত্রপাত। হাঁস খুঁজতে গিয়ে স্থানীয়রা শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে পোড়া মাংসের গন্ধ পান এবং ধোঁয়া বের হতে দেখেন। ঘরে থাকা ফারহান রনি প্রথমে গাছের পাতা পোড়ানোর কথা বললেও পরে তার কথায় সন্দেহ হয়। হাঁসের মালিক এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবায়দুলসহ কয়েকজন জোর করে ঘরে ঢুকলে ফারহান তাদের হত্যার হুমকি দেয়। পরে তারা ঘরে প্রবেশ করে মেঝেতে গর্ত করে পোড়ানো মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, মরদেহটির অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং মাথাটি বিচ্ছিন্ন। হাতে চুড়ি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো নারীর মরদেহ। সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ফারহান রনি এর আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিল এবং তার মাদক কারবারের কারণে এলাকায় বহুবার সমস্যা হয়েছে। এই নৃশংস ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে ঘটনার তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।