বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫

বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতা ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: জাকির হোসেন
বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতা ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতা এবং একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি ও উপজেলার লামাকাজি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নেতারা হলেন:

১. সিরাজুল ইসলাম (৫০) - উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিদায়সুল গ্রামের রিয়াজ আলীর ছেলে।

২. রফিক মিয়া (৪০) - উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সরিষপুর গ্রামের জদু মিয়ার ছেলে।

৩. শামিম আহমদ (৩২) - পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে।

এছাড়া একই অভিযানে লামাকাজি এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে।

মামলার পটভূমি

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরে জামায়াত নেতা ও ব্যবসায়ী আমজাদ আলীর ওপর হামলা চালানো হয়। এ সময় তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং স্থানীয় একটি মার্কেটে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিন নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশের বক্তব্য

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, “সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পলাতক তিন আসামি এবং মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

মাদকসহ গ্রেপ্তার

উপজেলার লামাকাজি এলাকা থেকে গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাজা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

স্থানীয় প্রতিক্রিয়া

গ্রেপ্তারের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত নেতারা এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

(প্রতিবেদন: কালবেলা অবলম্বনে)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়