শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৩৯

আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৪ সদস্য আটক

প্রবীর চক্রবর্তী
আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৪ সদস্য আটক

ফরিদগঞ্জ থানা পুলিশ আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে। চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা এবং চুরি হওয়া অটো/ইজিবাইক উদ্ধার করেছে। বুধবার (১৩ নভেম্বর) তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট এলাকায় গত মঙ্গলবার ঘটে। জানা গেছে, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরামুন্সিরহাট এলাকার অটোরিক্সা চালক বাবুল মিয়া মঙ্গলবার দুুপুরে খাওয়ার জন্যে গাড়িটি বাড়ির সামনের ওয়াপদা সড়কে রেখে বাড়ি যায়। বিকেলে গাড়ির সামনে এসে দেখেন, গাড়িটি কয়েকজন মিলে একটি সিএনজি অটোরিক্সায় নিয়ে যাচ্ছে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের হাতেনাতে আটক করে । আটককৃতরা হলো : হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেরাজ, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসমাইল, শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের শফিউল আলমের ছেলে শাহাদাত হোসেন ও রামগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিল্লাত হোসেন। এ ব্যাপারে বুধবার (১৩ নভেম্বর) বাবুল মিয়া বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের ( নং-১১/২৪৪, তাং-১৩.১১.২০২৪) করেন। পরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার জানান, চোরাই অটোবাইক ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ আন্তঃজেলা অটোবাইক চোর চক্রের ৪ সদস্যকে আটক করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়