শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:০৬

হাজীগঞ্জে দুই গুদামে মিলেছে তিন ট্রাক পলিথিন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে দুই গুদামে মিলেছে তিন ট্রাক পলিথিন
হাজীগঞ্জের বাকিলা বাজারে দুটি গুদাম থেকে তিন ট্রাক পলিথিন জব্দ করা হযেছে। পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিম। ছবি : চাঁদপুর কন্ঠ

দুই গুদামে মিললো ৩ ট্রাক নিষিদ্ধ পলিথিন। এর মধ্যে একটি গুদামে মিলেছে ১৮শ' ৮১ কেজি ও অপর গুদামে মিলেছে ২৭শ' ৩০ কেজি পলিথিন। যার পুরোটাই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত পলিথিনের মালিকদ্বয়কে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে জেলা পরিবেশ অধিদপ্তর।

হাজীগঞ্জের বাকিলা বাজারে বুধবার (৬ নভেম্বর) দিনভর অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায, গোপন সংবাদ ছিলো যে, বাকিলা বাজারের দুটি গুদামে প্রচুর নিষিদ্ধ পলিথিন মজুত রয়েছে। সেই আলোকে বাকিলা পূর্ব বাজারের রজনীগন্ধা মার্কেটের একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। পলিথিনের মালিক মমিন ঢালীর উপস্থিতিতে ২ হাজার ৭শ' ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।

অপর দিকে একই বাজারের জিলানী মসজিদের সামনে মোস্তফা মিয়ার গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৮শ' ৮১ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে সকল পলিথিন জব্দ করা হয়েছে। বাজার মূল্য হিসেবে উক্ত পলিথিনের দাম প্রায ৮ লাখ টাকা হবে। এ সময় আদালত উভয় ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করে।

একই সময় একই আদালত একই বাজারে নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে রিপন মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পরিশর্দক শারমিন আহমেদ লিয়া, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু মোহাম্মদ ও মো. আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, পলিথিনের বিরুদ্ধ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়