মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ২০:০৬

কুখ্যাত নৌ-ডাকাত বাবলা হত্যা মামলায় নিরাপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো।।
কুখ্যাত  নৌ-ডাকাত বাবলা হত্যা মামলায় নিরাপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন
বাবলা ডাকাত হত্যা মামলায় নিরাপরাধ জনপ্রতিনিধিকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন।

সম্প্রতি মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে নিজ বাহিনীর মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে নিহত হয় কুখ্যাত বাবলা ডাকাত। তাকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সদস্য জসিম উদ্দিনকে আসামী করা হয়। নিরাপরাধ একজন জনপ্রতিনিধিকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে সোমবার (৪ নভেম্বর) সকালে কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, বাবলা একজন আলোচিত কুখ্যাত ডাকাত সর্দার। সে অত্র নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, নৌ ডাকাতি, চুরি, খুন, গুমসহ জঘন্য সব অপরাধের সাথে জড়িত ছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ৪২টি মামলা রয়েছে। এমন একজন কুখ্যাত ডাকাত সর্দার নিহতের খবরে এলাকাবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমরা হতাশ হয়েছি, যখন শুনলাম বাবলা হত্যা মামলায় নিরাপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামী করা হয়েছে। আমরা মনে করি এটা ষড়যন্ত্রমূলক। এই মামলা থেকে জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত অব্যাহতি দিতে হবে। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে।

এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি, জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত এই মামলা থেকে অব্যাহতি দিতে হবে। ছাত্রনেতা সজিব আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বশিরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।

এ সময় বাবলা ডাকাত হত্যা মামলা থেকে নিরাপরাধ জসিম উদ্দিন মেম্বারসহ নিরাপরাধ সকলকে অব্যাহতি চেয়ে বিভিন্ন শ্লোগান তুলে মিছিল করে শিক্ষার্থী ও এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়