মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:২৯

মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

রেদওয়ান আহমেদ জাকির
মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু  শিক্ষার্থীর আত্মহত্যা

মতলব দক্ষিণে মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় অনিকা রাণী দাস (১১) নামের ৫ম শ্রেনীর শিক্ষার্থী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। ২ নভেম্বর বেলা ১১ টায় মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের তেলী মাছুয়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের জেলে লিটন দাসের মেয়ে অনিকা অবসর সময়ে প্রায়ই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এই নিয়ে তার মা প্রায় তাকে বকাঝকা করতো। ঘটনার দিন সকালে অনিকার মা তাকে বার্ষিক পরীক্ষার জন্যে ঠিকভাবে পড়ালেখার কথা বলে হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই নিয়ে সে তার মায়ের সাথে অভিমান করে। মায়ের অনুপস্থিতিতে অনিকা ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। অনিকা এক ভাই এক বোনের মধ্যে বড় । অনিকার বাবা লিটন দাস বলেন, ঘটনার সময় তার স্ত্রী পুকুরে স্নান করতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, সে (অনিকা) ঘরের আড়ার সাথে ঝুলে আছে। স্থানীয় ইউপি সদস্য শহীদ মিয়াজী জানান, মেয়েকে ঝুলে থাকতে দেখে মায়ের আর্তচিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে। পরে তাকে উদ্বার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ময়না তদন্তের জন্যে চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়