শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:০৮

রাজনৈতিক মামলায় জেলা জাপা নেতা খোরশেদ আটক

স্টাফ রিপোর্টার
রাজনৈতিক  মামলায় জেলা জাপা নেতা খোরশেদ আটক

রাজনৈতিক মামলায় জেলা জাতীয় পার্টির নেতা খোরশেদ আলম রাজাকে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ। জানা যায়, চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত রাজনৈতিক মামলা (যার নং-২০, তাং ১৮/১০/২০২৪)তে এজাহারভুক্ত নামীয় ৬০ নাম্বার আসামী হিসেবে তাকে চাঁদপুরের ডিবি পুলিশ ২৯ অক্টোবর দুপুরে সদর উপজেলার বাগাদী চৌরাস্তা নামক স্থান থেকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করে। এদিকে খোরশেদ আলম রাজাকে আটকের খবর শুনে তাকে দেখতে থানায় যান জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মহসীন খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মোঃ হান্নান ঢালী, জাতীয় পার্টির নেতা কালুসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আটক খোরশেদ আলম রাজা জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতির সাবেক নেতা ও বর্তমানে জেলা জাতীয় পার্টির সহ-যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা জাতীয় পার্টির নিন্দা ও প্রতিবাদ

রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম রাজাকে আটকের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি এমরান হোসেন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখ, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজি, সদস্য সচিব ফেরদৌস খানসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, যে সময় সারাদেশে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করে, তখন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের আন্দোলনকারীদের এ প্রজন্মের মুক্তিযোদ্ধা ঘোষণা করে সারাদেশে দলীয় নেতা-কর্মীদেরকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশে দলীয় নেতা-কর্মীরা সারাদেশের ন্যায় চাঁদপুরেও কোটা বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। অথচ এই আন্দোলনের সময় উল্লেখ করে জাতীয় পার্টির যুব নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় এজাহার নামীয় আসামী করে পুলিশ গ্রেফতার করে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও উক্ত মিথ্যা মামলায় আটক জেলা জাতীয় পার্টির নেতা খোরশেদ আলম রাজাকে অনতিবিলম্বে মুক্তির দাবি জানান। অন্যথায় জেলা জাতীয় পার্টি যে কোনো কর্মসূচি নিতে বাধ্য হবে এবং উদ্ভূত পরিস্থিতির জন্যে প্রশাসন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়