শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৭:০৫

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : আটক ২৬ জেলের ১৭ জনের কারাদণ্ড

মিজানুর রহমান
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার :  আটক ২৬ জেলের ১৭ জনের কারাদণ্ড
চাঁদপুরে নিষেধাজ্ঞ অমান্য করে ইলিশ শিকারের সময় আটক জেলেদের জব্দকৃত কারেন্ট জাল সদর ইউএনও'র উপস্থিতিতে পুড়িয়ে ফেলছে কোস্টগার্ড।

চাঁদপুরের পদ্মা- মেঘনায় মা ইলিশ রক্ষার চলমান অভিযানে প্রশাসনের তৎপরতার পাশাপাশি থেমে নেই

দুষ্কৃতকারী জেলেদের ইলিশ শিকার।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৬ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে কোস্টগার্ড।

এ সময় ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে জানানো হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে ইলিশ ধরা অবস্থায় ২৬ জেলেকে আটক করা হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৯ জেলেকে মুচলেকায় ছেড়ে দিয়ে স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

ইউএনও শাখাওয়াত জামিল সৈকত বলেন, “আটক জেলেদের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়