প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৪
ফরিদগঞ্জ চান্দ্রা বাজারে ভোক্তার অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মেয়াদোত্তীর্ণের ঔষধ রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অভিযোগে চাঁদপুর ফরিদগঞ্জ চান্দ্রা বাজারে বেকারি, রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
|আরো খবর
৫ অক্টোবর ২০২৪ ইং তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারি পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও এম আর পি না থাকার দায়ে পুরাতন পোস্ট অফিস রোড এ অবস্থিত ভাই ভাই বেকারিকে ৩০০০/- জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভাই ভাই ফার্মেসিকে ৫,০০০/- জরিমানা করা হয়েছে। বাসি গ্রীল রাখায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে ঢাকা হোটেলেকে ১০,০০০/- জরিমানা করা হয়েছে। সর্বমোট তিন টি প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৮,০০০/ জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।