বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাম মোস্তফা
ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব পিপিএম এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চাঁদপুরের ডিবি পুলিশ।

এসময় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।

জানাযায়,

গতকাল ২৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডের করিম পাটোয়ারী সড়কের বিপনীবাগ রেজাউল গ্রীল ওয়ার্কসপ (বন্ধ) সামনে থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ সময় আসামীর দেহ তল্লাশী করে আটক ব্যক্তির পরিহিত খাকি রংয়ের টাউজারের ডান পাশ্বের পকেটে একটি সাদা রংয়ের পলিপ্যাকে সুতা দিয়ে বাধা অবস্থায় ২০ পিস এ্যামফিটামিন সমৃদ্ধ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০২ গ্রাম, যার আনুমানিক মূল্য ৬,০০০ -টাকা প্রাপ্ত হইয়া জব্দ করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ছলেমান কাজী প্রকায় টিক্কা (৩৮), পিতা-মৃত নুর গাজী, মাতা-মৃত লিলু বেগম, স্থায়ী সাং-পশ্চিম শ্রীরামদী, কাজী বাড়ী, পুরান বাজার, বর্তমানে-মমিন পাড়া, মহত আলী মাতাব্বরের বাসার ভাড়াটিয়া, , ৯নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর।

আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশ চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব পিপিএম মহোদয়ের নির্দেশে ডিবি পুলিশ ফোর্স পূর্বের ন্যায় মাদকসহ সকল অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়