বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১৫:৪৬

চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর- হাইমচর সড়কের ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকান এলাকায় সিএনজির চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। 

বুধবার (১০ জুলাই) সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,সাইফুল ইসলাম (১৭) ও শাহীন খান(১৮)। নিহত সাইফুল ইসলাম চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নয়ানী লক্ষীপুরের দ্বীন মোহাম্মদ খানের ছেলে ও শাহীন খান

একই এলাকার নুরুল ইসলাম খানের ছেলে ।

সাইফুল ইসলাম উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় এর এস এস সি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী।

নিহত শাহীন খান একই উপজেলার নজরুল ইসলামের ছেলে। সে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র।

জানা গেছে, দুই বন্ধু একসাথে পাসপোর্ট নেওয়ার জন্য চাঁদপুর এসেছিলো। পাসপোর্ট নিয়ে হাইমচরে ফেরার পথে  দুপুর একটার দিকে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকানের মেইন রোডে মোটর সাইকেলকের চাকা স্লিপ কেটে সড়কের পাশে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পরে সড়কের উপর ছিটকে পড়া সাইফুল ইসলাম ও শাহীন খানকে সিএনজি চাপা দেয়, এসময় ঘটনাস্থলেই মারা যায় সাইফুল ইসলাম। 

পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত অবস্থায় শাহীন খানকে ঢাকা রেফার করলে পথেই মারা যায় শাহীন খান। তারা দুজনই মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হলে প্রচুর রক্তক্ষরণ হয়।

সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর খবর শুনে নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়