শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ মে ২০২৪, ২১:৪৩

হাজীগঞ্জে সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শিপন গ্রেফতার

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে  সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শিপন গ্রেফতার

হাজীগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত ও ২ মামলার ওয়ারেন্টভুক্ত আন্তঃজেলা ডাকাত সর্দার শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে তাকে পৌরসভাধীন বলাখাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শিপন উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের আমির কাজীর ছেলে। সে হাজীগঞ্জসহ চাঁদপুর জেলা ও প¦ার্শবর্তী বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত কর্তৃক তার ৮ বছরের সাজা ও দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

শিপন পালিয়ে থাকার কারণে এবং তার সোর্সের মাধ্যমে খবর পাওয়ায় পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতার করতে না পারলেও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে তাকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেন, হাজীগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, শনিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তিনি বলেন, তার দেওয়া তথ্যগুলো যাচাই এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়