মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ২১:০১

মতলবে ব্যাংকের নৈশপ্রহরী খুনের রহস্য উন্মোচন মূল আসামীসহ আটক ৩

অনলাইন ডেস্ক
মতলবে ব্যাংকের  নৈশপ্রহরী খুনের রহস্য উন্মোচন মূল আসামীসহ আটক ৩

ব্যাংকের টাকা চুরি করতে গিয়ে খুন করে নৈশপ্রহরী শাহাদাতকে। আর এ কাজে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহাদাত (১৯)কে বসে আনতে নিজের প্রেমিকা মিলি আক্তার(২০)কে ব্যবহার করেন ঘটনার মূল হোতা সাকিব হোসেন (২১)। আর এই খুনে সাকিবকে সহায়তা করে তার বন্ধু সজিব (২১)।

বুধবার দুপুরে প্রেস ব্রিফিং করে চাঁদপুরের মতলব উত্তরের গজরায় কৃষি ব্যাংকে ডাকাতি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাত খুনের রহস্য উন্মোচন করার এসব কথা জানিয়েছেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।

তিনি বলেন, খুনের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ভল্ট ভাঙ্গার অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য মালামালও পুকুর থেকে উদ্ধার করেছি। আমরা আসামীদের আদালতে প্রেরণ করেছি।

প্রসঙ্গত, গেলো ২৫ ফেব্রুয়ারী রাতে গলায় গামছা পেঁচিয়ে দুদিক থেকে দু'জনে টেনে ধরে শাহাদাতকে হত্যা করে ছাদে ফেলে যায় দুর্বৃত্তরা। ক্লুলেস সেই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করলো পিবিআই চাঁদপুরের টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়