শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১৩:১৭

চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ২

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ২

চাঁদপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ২ জন আটক হয়েছে। পুলিশ মিডিয়া সেলস চাঁদপুর হতে এ তথ্য জানিয়ে তাতে বলা হয় - পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ ও জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর এর তত্ত্বাবধানে জেলা পুলিশ পৃথক দু‘টি অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।

শুক্রবার (০৫ এপ্রিল ২০২৪খ্রিঃ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানাধীন ধনারপাড় সাকিনস্থ বারু প্রধানীয়ার বাড়ির সামনে মতলব গৌরিপুর পেন্নাই সড়কের উপর ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আসামীর নাম সুজন আহাম্মদ(২৯), পিতা-মাকছুদ প্রধান,গ্রাম- ধনার পাড় (বারু প্রধানীয়া বাড়ী) , উপজেলা/থানা- মতলব দক্ষিণ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় সে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী জেলা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

আগের দিন ৪

এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন বাহের খলিশাডুলী সাকিনস্থ খাঁন বাড়ীর মোড় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় আসামীর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজার ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ কেজি গাঁজা, মূল্য অনুমান ২০,০০০/-টাকা জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর নাম সোহেল চৌধুরী প্রঃ কালা সোহেল (৩৭), পিতা-মৃত আবুল খায়ের চৌধুরী, সাং-বাহের খলিশাডুলী (ভূইয়া বাড়ী), ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় সে, উদ্ধারকৃত গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন।

গ্রেফতার উভয়ে আসামের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ মিডিয়া সেল চাঁদপুর জানায়,

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়