শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১৭:৪৭

চাঁদপুরে দ্রব্যমূল্যর দাম স্থিতিশীল রাখতে বাজার পরিদর্শনে পুলিশ সুপার

অনলাইন ডেস্ক
চাঁদপুরে দ্রব্যমূল্যর দাম স্থিতিশীল রাখতে বাজার পরিদর্শনে  পুলিশ সুপার

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিতে সরজমিন বাজার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার)।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে জেলা শহরের ব্যস্ততম পাল বাজার এবং চৌধুরীঘাট ফলের পাইকারি বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সর্তক করেন তিনি।

বাজার মনিটরিং কালে পুলিশ সুপার কাঁচা বাজার, মুদি দোকান ও ফলের দোকান পরিদর্শন করে পাইকারি ও খুচরা বিক্রেতা, বাজার কমিটি এবং ক্রেতাদের সাথে কথা বলেন। অনুমোদিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা এবং সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা আছে কিনা সে বিষয়ে তদারকি করেন।

এসময় তিনি ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে কেনা দামের চেয়ে সহনীয় পর্যায়ে লাভ করার অনুরোধ জানান। যারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যমের কর্মিরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের সাক্ষাৎকারে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রমজানে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে থাকে, অতিরিক্ত দাম না রাখা হয় এবং পণ্য ভেজালমুক্ত থাকে সে বিষয়টি নিশ্চিত করতে এই তদারকি কার্যক্রম। আমাদের এই বাজার তদারকি প্রতিদিনই অব্যাহত থাকবে। আমরা সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়ন করেছি, তারা প্রতিটি দোকানে ছদ্মবেশে ক্রেতা সেজে দাম সংগ্রহ করবে এবং সেটি যদি অনুমোদিত মূল্যের চেয়ে বেশি হয় সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত,ডিআই-১ মনিরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসিন আলম, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শাখা, চাঁদপুর সহ জেলা পুলিশের সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়