প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১৬:৩৩
হাজীগঞ্জে শিশু খাদ্যে ভেজালের দায়ে ব্যবসায়ীর জরিমানা ১০ লাখ টাকা
শিশু খাদ্যে ক্যামিকেল ও বিষাক্ত কাপড়ের রঙ মিশ্রিত খাদ্যসামগ্রী বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুর এর জ্যেষ্ঠ বিচারক মো. মোরশেদ আলম অভিযুক্ত ব্যবাসয়ী মো. আনাছের উপস্থিতিতে এই রায় দেন। তিনি জেলার হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির হাজী আবু তাহের ষ্টোরের সত্ত্বাধীকারী। আনাছ বহু বছর ধরে এই নিন্মমান ও ভেজাল শিশু খাদ্য বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে। যারই কারনে আজকে এই অভিযান পরিচালিত করা হয় বলে স্যানেটারী পরিদর্শক চাঁদপুর কন্ঠকে জানান।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা স্যানেটারি পরিদর্শক সামছুল আলম রমিজ নিয়মিত অভিযানে গিয়ে ওই ব্যবাসীর দোকানে শিশুদের খাদ্যে ক্যামিকেল ব্যবহার, বিষাক্ত কাপড়ের রঙ, চকলেট, আইচপপ ও ললিপপ, কেন্ডি চকলেট, লিচু, রঙ মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য ও লজেন্স এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পান। এরপর তিনি তাঁর বিরুদ্ধে শিশু খাদ্য আইনে ২০২৩ সালের ২৩ নভেম্বর মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে স্যানেটারি পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল আলম রমিজ জানান, ব্যবাসায়ী আনাস এসব অনুমোদন বিহীন ক্যামিকেল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি দরে বিক্রি ও সরবরাহ করে থাকেন। যে কারনে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানা আদেশ দেন আদালত।
অপর এক প্রশ্নে সামচুল আলম রমিজ জানান, আদালতের রায়কৃত জরিমানার পুরো ১০ লাখ টাকা জমা দিযে দেবার কারনে আনাছকে আদালত তাকে খালাস দেয় ও সতর্ক করে।