শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২

১৫ দিনের জমজ ভাই বাবা হত্যার বিচারের দাবিতে মানবান্ধনে

কামরুজ্জামান টুটুল
১৫ দিনের জমজ ভাই  বাবা হত্যার বিচারের দাবিতে মানবান্ধনে

বয়স মাত্র ১৫ দিন তারা জমজ দুই ভাই। তাদের বয়স যখন ১২ দিন তখন তাদের বাবা হত্যার শিকার হয়। ২ বছর বয়সী বড় ভাইসহ মাকে নিয়ে মানববন্ধনে আসে জমজ দুই ভাই। দাবী একটাই বাবা হত্যার বিচারের দাবী। এ সময় কান্না করতে করতে স্বামী হত্যার বিচার চাইলেন তিন শিশুর মা, হত্যার শিকার ইমনের স্ত্রী সদ্য বিধবা হওয়া রহিমা বেগম। রোববার (২৫ ফেব্রূয়ারী ) বিকেলে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনটি বিক্ষোভ মিছিলে রুপ নেয়।

মানববন্ধনটি স্থানীয় জনতা বাজার থেকে শুরু হয়ে টেকের বাজার ও ইছাপুরা গ্রাম প্রদক্ষিন শেষে জনতা বাজারে এসে শেষ হয়। এতে প্রায় সহস্রাধিক নারী পুরুষ অংশ নেয়। মিছিল শেষে স্থানীয় সাবেক ইউপি কালা মানিকসহ একাধিক ব্যক্তি বক্তব্য দেন।

উল্লেখ্য গত ২১ রাতে রাজারগাঁও বেপারী বাড়িতে একটি ওয়াজ মাহফিলে দুই যুবকের সাথে ধস্তাধস্তি হয়। সেই ঘটনার বিরোধ মিটিয়ে দিতে এগিয়ে আসে ইমন (২৫) নামের আরেক যুবক। এ নিয়ে ক্ষুদ্ধ হয়ে উঠে জিলানী নামের একজন। ইমনকে শাযেস্তা করতে ১৫/২০ জনের স্থানীয় একটি দল ভাড়া করে জিলানী। জিলানীর কথায় গত শুক্রবার সন্ধ্যায় সেই দলটি ৪ টি সিএনজি চালিত স্কুটারে করে ইমনের এলকায চলে আসে। এসেই দলটি ইমনকে বাজারে পেয়ে যায়। মাগরিব নামাজ চলাকালীন সমযে ইমন দলটিকে দেখে বাজারের পাশের একটি বাড়ির দিকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। ১৫/২০ জনের দলটি কাঠের ধামা নিয়ে ইমনকে দৌড়িয়ে একটি বাড়ির বাগানে দিয়ে ধরে বেধড়ক মারধর করে ফেলে রেখে চলে যায় দলটি। এর পরেই স্থানীয়রা ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দাযিত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনার দিন রাতেই ফযেজ বাবু নামের এক যুবককে আটক করে। সে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের কাজী সরোয়ারের ছেলে। নিহত ইমন উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে। গত শুক্রবার (২৩ ফেব্রূয়ারী) সন্ধ্যার পর পর ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজারে। ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়