প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮
শ্রীনগরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভাগ্যকুল আড়তে শ্রীনগর কলেজ গেইট ও বাজারে ১৮ ফেব্রুয়ারি রবিবার অভিযান চালিয়ে ২০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক।
জব্দকৃত জাটকা মাছ ১০ কেজি হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার এতিমখানায় প্রেরণ করা হয়
বাকী ১০ কেজি জাটকা বাড়ৈগাঁও হাফিজিয়া নূরানী মাদ্রাসার এতিমখানায় দেওয়া হয়েছে।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন, এই অভিযান অব্যাহত থাকবে ।