মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৩

মতলব উত্তর কালিপুর লঞ্চঘাট এলাকায় ৬০ লক্ষ টাকার গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

মতলব উত্তর কালিপুর লঞ্চঘাট এলাকায়  ৬০ লক্ষ টাকার গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
অনলাইন ডেস্ক

চাঁদপুরে ৬০ লক্ষ টাকা মূল্যের ৩০(ত্রিশ) কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ ।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন ষাটনল ইউনিয়ন কালিপুর বাজার ট্রলার ঘাট এলাকা থেকে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা ক্যারিং ব্যাগ ও নেভী ব্লু রংয়ের ব্রীফকেইস তল্লাশি করে ৩০(ত্রিশ) কেজি গাঁজা, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা । গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মাসুদ রানা ওরপে রানা (২৫)।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হতে গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে বিক্রয় করে আসছিল।

আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং-১৬, তারিখ- ১৬ /০২/২০২৪খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণির ১৯(খ) রুজু করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম দিক নির্দেশনায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আল আমিন ভূইয়া ও সঙ্গিয় পুলিশ ফোর্স উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়