মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৯

ডিবি পুলিশের অভিযানে ভেজাল পন্যসহ অসাধু ব্যবসায়ী গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে  ভেজাল পন্যসহ অসাধু  ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরে ভেজাল পন্যসহ একজন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ ।

৮ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর ডিবি পুলিশ সদর মডেল থানাধীন বিপনীবাগ মিয়াজী মঞ্জিলের নিচ তলার একটি কক্ষ হতে ভেজাল পন্যসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর নাম আফতাব আহামেদ প্রঃ বাবু (৪৫)।

এ সময় আসামীর হেফাজত হতে ১৯০ কোটা মিষ্টি মরিচের গুড়া, ৪০ প্যাকেট গুড়া সাবান, ১৫ প্যাকেট আচার, ২০ বোতল লোশন, ৪০টি মিনি প্যাক ফেয়ার এন্ড লাভলী, সর্বমোট মূল্য অনুমান ২২,৯১০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী পুলিশে জানায় সে ভেজাল পন্য বিক্রির উদ্দেশ্যে এনে নিজ বাসায় মজুদ রাখে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫খ/২৫ গ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয় ।

জেলা ডিবি অফিস সুত্র জানায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এসআই মঈনুল হোসেন সঙ্গীয় ডিবি পুলিশ ফোর্স বিশেষ এই অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়