প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৪
মুন্সিগঞ্জে ৫০০ মিটার অবৈধ চায়না জাল আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৬ ফেব্রুয়ারি দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া এলাকার ইছামতি নদীর তীরে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫শ’ মিটার অবৈধ চায়না দুয়ারী চাই উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয় । উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এস.এম সিরাজুল ইসলামসহ সিরাজদিখান থানার পুলিশ সদস্য ও আনসার সদস্য ।