প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭
ভাইয়ের হাতে ভাই খুন : খুনী আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে এবং খুনীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২রা ফেব্রুয়ারী সকালে।
|আরো খবর
ঘটনা সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলা ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুধুয়া আওলিয়া প্রধান বাড়িতে সকাল সাড়ে নয়টার দিকে মৃত নুর হোসেন প্রধানের ছেলে আলমগীর হোসেন(৬০), তার গাছ কাটতে যায়। এ সময় তার ছোট ভাই শুক্কুর হোসেন(৪৫) বাধা দেয়। পরে উভয়ের মধ্যে বাকবিতন্ডায় হয়। পড়ে হঠাৎ ছোট ভাই শুক্কুর হোসেন প্রধান গাছের ডাল দিয়ে বড় ভাই আলমগীরের মাথায় আঘাত করেন। আলমগীর গুরতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন এবং জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে স্থানীয়রা খুনী শুক্কুর হোসনকে আটক করে থানায় সোপর্দ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার (অসি তদন্ত) ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন বলেন, এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নিচ্ছে।