বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ২১:০৬

কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিপুল উৎসাহউদ্দীপনায় শান্তিপূর্ণভাবে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২১-২০২২ইং সনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত।

ওই নির্বাচনে ৬২৫ জন ভোটার এরমধ্যে ৫৬৮জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে সুচিন্তিত মতামত প্রকাশ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন- প্রধান নির্বাচন কমিশনার আক্তার হোসেন।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২১-২০২২ইং সনের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. মোঃ শহিদ উল্লাহ ও সাবেক এনরোলমেন্ট সেক্রেটারি এড. এনামুল হক সরকার প্রমুখ।

ওই নির্বাচনে প্রধান প্রিজাইডিং অফিসার ছিলেন- জেলা আইনজীবী সহকারী সমিতির এনরোলমেন্ট সেক্রেটারি এড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী (দোলন) এবং সহকারী প্রিজাইডিং ছিলেন- জেলা আইনজীবী সমিতির সহ-এনরোলমেন্ট সেক্রেটারি এড. তাহমিনা মুজাহিদ ও রিক্রিয়েশন সেক্রেটারি এড. মোহাম্মদ বিল্লাল হোসেন।

সন্ধ্যা ৭টা ভোট গণনা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক এনরোলমেন্ট সেক্রেটারি এড. মোঃ এনামুল হক সরকার, নির্বাহী সদস্য এড. মির্জা কামাল ও এড. তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় উচ্চ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের খোকন, সিনিয়র সদস্য মোঃ আবু তাহের কালন ও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার বোরহান মিয়া ও আব্দুল হক মজুমদার সহ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার শতাধিক আইনজীবী সহকারী।

ওই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আ: বারি সরদার বারেক, মোঃ জসিম উদ্দিন ও মোঃ মিজানুর রহমান (মজিব), সাধারণ সম্পাদক পদে মোঃ কবির হেসেন ও শাহ্ মোহাম্মদ রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে গৌতম দাস রিপন ও মোঃ রবিউল হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন রুবেল ও মোঃ লিটন মিয়া মুন্সী। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক (সিভিলকোর্ট) ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি কোর্ট) মোঃ বিল্লাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সুজন সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোলাইমান কবির এবং নির্বাহী সদস্য মোঃ শাহ জাহান মিয়া, মোঃ আবু তাহের ফরাজী, মোঃ মোবারক হোসেন, মোঃ শাহ জাহান ও মোঃ আবুল কাশেম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়