রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ জুন ২০২১, ২১:২১

রেহান মিজি খুনের ঘটনায় আটককৃতদের আদালতে সোপর্দ : ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

গোলাম মোস্তফা
রেহান মিজি খুনের ঘটনায় আটককৃতদের আদালতে সোপর্দ : ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

চাঁদপুর শহরের ট্রাক রোডের তামান্না শারমিন ভিলার ড্রেজিং ও বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি খুনের ঘটনায় আটককৃত ৪ জনকে আদালতে সোপর্দ করে ৫ দিন রিমান্ড চেয়েছে পুলিশ। জানা যায়, বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি (৫৫)কে খুনের ঘটনায় ঐ রাতেই চাঁদপুর সদর মডেল থানা পুলিশ নিহতের ২য় স্ত্রী স্বপ্না বেগমসহ ৪ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

গোপন সূত্রে জানা যায়, খুনের ঘটনাস্হল থেকে জব্দকৃত আলামত এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। এরই প্রেক্ষিতে পুলিশ আটককৃতদের মামলার অগ্রগতির জন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে চায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স ও অপারেশন) মোঃ এনামুল হক চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, আটক ৪ জন অর্থাৎ নিহতের ২য় স্ত্রী, বাসার দারোয়ান এবং নিহতের দুই বন্ধুকে আজ ২৬ জুন শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আটককৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা মামলার অনেকটা অগ্রগতি হবে।

রিমান্ডের ব্যাপারে প্রশ্ন করা হলে তদন্তকারী কর্মকর্তা বলেন, ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ক'দিনের রিমান্ড আবেদন মন্জুর হয়েছে, এই মুহূর্তে বলা তা সম্ভব নয়। আদালত যাচাই-বাচাই করে আমাদেরকে বিষয়টি জানাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়