বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১

মনিহারে হত্যার উদ্দেশ্যে শিক্ষিকার উপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি

স্টাফ রির্পোটার
মনিহারে হত্যার উদ্দেশ্যে  শিক্ষিকার উপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি

সম্পত্তিগত বিরোধের জের ধরে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের দক্ষিণ মনিহার গ্রামে হত্যার উদ্দেশ্যে সরকারি প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকার উপর সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনা ঘটেছে । আহত স্কুল শিক্ষিকা সালমা জাহান চৌধুরী (৩৯) বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শিক্ষিকা সালমা জাহান চৌধুরী চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানায়,আমাদের প্রতিবেশি মৃত আলিম উল্যাহ মিজির পরিবারের সাথে আমাদের দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। মৃত আলিম উল্যাহ মিজির ছেলে সামছুল হক মিজি আমাদের বিরুদ্ধে ১০৭/১১৭ ধারায় একটি মামলা দায়ের করে। গত ৩ সেপ্টেম্বর সেই মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত খারিজ করে দেয় এবং আমি বাদী হয়ে ১৪৫ ধারায় ম্যাজিস্ট্রেড আদালতে একটি মামলা দায়ের করেছি।সেই মামলায় এসিল্যান্ডের একটি প্রতিবেদন আমাদের পক্ষে যায়।মূলত এই দুই কারনে প্রতিপক্ষরা আরো ক্ষীপ্ত হয়ে উঠে। সর্বশেষ গতকাল ১১ সেপ্টেম্বর সোমবার তারা জোর পূর্বক আমাদের জমি দখল করতে যায়। আমরা তাতে বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায় । এতে আমি ছাড়াও আমার ছেলে কলেজ ছাত্র খালেদ সাইফুল্লাহ আহত হয়।আমাদের উপর এমদাদ (৩২), এমরান (৩৫),হানিফ (৪৫),আমির হোসেন, শাহাদাত, শয়নসহ তাদের পরিবারের সবাই একত্রিত হয়ে হামলা চালায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়