বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৩

জেলা আইন শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসিক সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত

স্টাফ রিপোর্টার
জেলা আইন শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসিক সভায়  বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত

চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর,২০২৩ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রোববার সকালে চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং সংশ্লিষ্ট কমিটিসমূহের মাসিক সভা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসার সঞ্চালনায় চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটি, আদালত সহায়তা কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে, জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটির, মাদক নিরোধে টাস্কফোর্স, জেলা চোরাচালান মামলা সম্পর্কিত মনিটরিং কমিটি, জেলা মানব পাচার সংক্রান্ত বিচারাধীন মামলা মনিটরিং কমিটি এবং জেলা আইন-শৃঙ্খলা রিভিউ কমিটির এসব সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

সভায় অংশ নেন পুলিশ সুপার চাঁদপুর, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, সিভিল সার্জন চাঁদপুর ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপপরিচালক, এনএসআই আরমান আহমেদ,প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরীসহ সকল উপজেলা নির্বাহী অফিসার,জনপ্রতিনিধিসহ কমিটির সদস্যবৃন্দ।

সভা সমূহ শেষে আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রতিমা প্রস্তুতিকালে নিরাপত্তা বিধান, পুরনো স্বর্ণালংকার বিক্রয়কালে জাতীয় পরিচয়পত্রের বাধ্যবাধকতা, সামাজিক সম্প্রীতি কমিটির কার্যক্রম, সামাজিক অপরাধ হ্রাসে শিক্ষা প্রতিষ্ঠানে সেশন পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়