রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ২৩:১৬

ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালার মেয়ে ও নাতীকে অপহরণের অভিযোগ

থানায় ডায়েরি

স্টাফ রিপোর্টার
ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালার  মেয়ে ও নাতীকে অপহরণের অভিযোগ

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শিলন্দীয়া এলাকায় ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালার মেয়ে ও নাতীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

১৭ জুলাই সোমবার চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,

চাঁদপুর পৌর সভার ১৪ নং ওয়ার্ডের

শিলন্দিয়ার এলাকার বাসিন্দা জনৈক বাড়িওয়ালার নিচতলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া নিয়ে মৈশাদী ইউনিয়নের ২ং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে রাব্বি গাজী বসবাস করে আসছে। দীর্ঘদিন বাসার ভাড়াটিয়া হওয়াতে উভয়ের পরিবারের সাথে সখ্যতা গড়ে উঠে। এ সুবাদে ভাড়াটিয়া রাব্বি বাড়িওয়ালীর কাছে ২ লক্ষ টাকা ধার চায়। কিন্তু বাড়িওয়ালা তার কাছে টাকা নেই বলে জানান।

এতে ভাড়াটিয়া রাব্বী গাজী বাড়িওয়ালার উপর ক্ষিপ্ত হয়। এবং বাড়িওয়ালার মেয়ে আর্জির প্রতিও ক্ষিপ্ত হয়।

গতকাল

১৭ জুলাই সোমবার আর্জি চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের (আবুলের দোকান) শশুর বাড়ি হতে পিত্রালয়ে যাওয়ার সময় বাবুরহাটের শিলুন্দিয়া এলাকা থেকে ভাড়াটিয়া রাব্বি বাড়িওয়ালার মেয়ে আর্জি ও তাঁর সন্তান আয়াত (৪)-কে অপহরণ করে নিয়ে যায় বলে উক্ত জিডিতে উল্লেখ করা হয়। বাড়িওয়ালী বলেন, ভাড়াটিয়া রাব্বিকে টাকা ধার না দেয়াতেই সে আমার মেয়ে ও নাতিকে অপহরণ করেছে। তিনি বলেন এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। যার নং- ১১৫০। তাং ১৭/৮/২০২৩।

এদিকে মেয়ে-ও নাতিকে উদ্ধারে বাড়িওয়ালা প্রশাসনের জোর দাবি জানিয়েছেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়