শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ২০:৫৬

মতলব উত্তরে দুই মাদক ব্যবসায়ীসহ আটক ৬

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে দুই মাদক ব্যবসায়ীসহ আটক ৬

মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও অটোরিক্সাসহ ১ জন, ১৫ টি ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং ওয়ারেন্ট মূলে ৪ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

১৩ আগষ্ট মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক দিক নির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় এএসআই মো. মাসুদ রানাসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন জনতা বাজারের পশ্চিম পার্শ্বের কাচারীকান্দি সাকীনস্থ জনতা বাজার-আমিরাবাদ রাস্তার উপর হইতে চেকপোষেটর মাধ্যমে বালুচর (জনতা বাজার) এলাকার মাদক ব্যবসায়ী মো. মানিক মিয়া (৫৮)কে ২ কেজি গাঁজাসহ আটক করা হয় এ সময় ব্যবহৃত অটোবাইকটি জব্দ করে পুলিশ।

এসআই মো. আব্দুল আউয়াল ও এএসআই (নিরস্ত্র) মো. মাসুদ রানাসহ মতলব উত্তর থানাধীন মতলব-শ্রীরায়েরচর বেড়ীবাঁধ সংলগ্ন উত্তর পার্শ্বের উত্তর ঠেটালিয়া সাকীনস্থ জনৈক আহসান উল্যাহ দোকানের সামনে রাস্তার উপর হইতে ফতেপুর (উত্তর) গ্রামের মাদক ব্যবসায়ী উজ্জল হোসেন (৩৮)কে ১৫টি ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য)সহ আটক করা হয়।

মতলব উত্তর থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়া, এএসআই (নিরস্ত্র) মো. সুমন, এএসআই (নিরস্ত্র) মো. মোজাম্মেল হক এবং এএসআই (নিরস্ত্র) মো. সেলিম মিয়াগণ জিআর ওয়ারেন্ট মূলে ৩ জন এবং সিআর ওয়ারেন্ট মূলে ১ জন মোট ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদের জেলহাজতে প্রেরণ করা হইয়াছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়