সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৪:৩৭

র‌্যাব-১১-এর অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
র‌্যাব-১১-এর অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা জেলার কোতয়ালি থানার বাখরাবাদ গ্রামের কয়েকটি পরিবারের সদস্য সৌদি আরবে চাকুরী বা ব্যবসা করার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে দেশে এসে বড় পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে। দেশে স্বল্প সময়ের জন্য এসে মাদকের বড় ধরনের চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তারা প্রবাসে পাড়ি জমায়। উক্ত তথ্য পাওয়ার পর থেকেই আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে থাকি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কুমিল্লা জেলার বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ এমদাদুল হক (৪০) ও তার ভাই মোঃ লিটন (৩২) আগস্ট মাসের প্রথম দিকে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান বিক্রয় করে মোঃ লিটন (৩২) দু-এক দিনের মধ্যে সৌদি আরবে পাড়ি জমাবে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ০৭ আগস্ট ২০২১ ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি থানার বাখরাবাদ এবং ধনুয়াখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোঃ এমদাদুল হক (৪০) ও মোঃ আবু কাউছার (২৬) সহ তাদের ০৪ জন সহযোগীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। কুমিল্লা জেলার বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ এমদাদুল হক (৪০), ২। কুমিল্লা জেলার কোতয়ালি থানার বাখরাবাদ গ্রামের মোঃ আবুল কাশেম এর ছেলে মোঃ আবু কাউছার (২৬), ৩। কুমিল্লা জেলার কোতয়ালি থানার ধনুয়াখোলা গ্রামের মোঃ মোবারক হোসেন এর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (২৮), ৪। কুমিল্লা জেলার কোতয়ালি থানার ধনুয়াখোলা গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ জাকারিয়া (২৭), ৫। কুমিল্লা জেলার কোতয়ালি থানার ধনুয়াখোলা গ্রামের তাজুল ইসলাম এর ছেলে মোঃ আলাউদ্দিন (২৭) ও ৬। কুমিল্লা জেলার কোতয়ালি থানার বড়দৌল গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে এবং মোঃ এমদাদুল হক (৪০) এর শ্বশুর আব্দুল মতিন (৬২)। উক্ত অভিযানে তাদের নিকট থেকে সর্বমোট ২৭,৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ বোতল ফেন্সিডিল, ০১ বোতল বিদেশী মদ, ০২ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১,৪৬,০০০/- (এক লক্ষ ছয়চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ এমদাদুল হক (৪০) ও মোঃ আবু কাউছার (২৬) একই পরিবারের সদস্য এবং সম্পর্কে একে অপরের আপন ভাই। মোঃ এমদাদুল হক (৪০) ও মোঃ আবু কাউছার (২৬) সহ তাদের চার ভাই মোঃ জলিল (৫৫), মোঃ খলিল (৫০), মোঃ লিটন (৩২) ও মোঃ খোকন (২৮) প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। এই পরিবারের সদস্যরা সৌদি প্রবাসে থাকে এবং তারা স্বল্প সময়ের ছুটিতে বাংলাদেশে আসে। তারা প্রবাসে থাকার কারণে এলাকার কেউ সন্দেহ না করার সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসার ব্যাপক কার্যক্রম পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পুনরায় সৌদি আরবে পারি জমায়। গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা এই চক্রটির সাথে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পর্দার আড়ালে থাকা এ সমস্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অতি শীঘ্রই আরো কিছু অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়