প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ১৬:২৫
মতলবের নারায়নপুরে ২টি অবৈধ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন
মতলব দক্ষিণ উপজেলার নার্রায়ণপুর ইউনিয়নের রসুলপুর ও দারিন্দা রসুলপুর গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে বালু উত্তোলতের জন্য ২টি অবৈধ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্নসহ পাইপ নষ্ট করা হয়। আজ ২ আগষ্ট সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এ সংযোগ বিচ্ছিন্ন করেন।
|আরো খবর
ভূমি অফিস সূত্রে জানা যায়, নারায়ণপুর উপজেলার রসুলপুর ও দারিন্দা রসুলপুর গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজারের বালু উত্তোলনের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া গিয়ে অবৈধ ড্রেজার মালিককে খুঁজে না পেয়ে সংযোগ বিচ্ছিন্নসহ পাইপ নষ্ট করা হয়। এ সময় মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ নষ্ট করা হয়েছে। এ উপজেলার ফসলী জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।