প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ২১:২৩
ভোক্তা অধিদপ্তরের অভিযান মিষ্টির দোকান,খাবার হোটেলসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ে সহকারী পরিচালক নুর হোসেন জানান ১১/৮/২২ তারিখে সদর উপজেলার বাস স্ট্যান্ড থেকে বাবুরহাট এলাকায় তেলের পাম্প, হোটেল এবং মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে কুমিল্লা মিষ্টি ভাণ্ডারকে ১৩০০০/- এবং তৃপ্তি হোটেলকে ৫০০০/- সহ মোট ১৮০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে । নিরাপত্তায় সহোযোগিতা করেন সদর থানা পুলিশের এএসআই সায়েদুর ও সঙ্গীয় ফোর্স। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।