শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ জুন ২০২২, ২০:১০

১৪ মাসে ৪ বারের শ্রেষ্ঠত্ব অর্জন সদর মডেল থানার

আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করতে সদর উপজেলাবাসীর সহযোগিতা চাই : অফিসার ইনচার্জ আবদুর রশিদ

গোলাম মোস্তফা
আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করতে সদর উপজেলাবাসীর সহযোগিতা চাই : অফিসার ইনচার্জ আবদুর রশিদ

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ যোগদানের পর থেকেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একজন দক্ষ ও অভিজ্ঞতা সম্পূর্ণ পুলিশ কর্মকর্তায় পরিচয় দিয়ে কাজ করে চলছেন। আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপুরের সর্বোচ্চ কর্মকর্তা ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) নির্দেশনায় সদর মডেল থানা এলাকা কে অপরাধমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি আব্দুর রশীদ ।এজন্য নানান কৌশল অবলম্বন করে অল্প দিনের মধ্যেই সকল মহল ও সাধারণের জনগণের নজর কাড়তে সক্ষম হয়েছেন। ফলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। ওসি মুহাম্মদ আবদুর রশিদের নেতৃত্বে থাকা চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত ইন্সপেক্টর, এস.আই, এ.এস.আই ও নারী-পুরুষ পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুহাম্মদ আবদুর রশীদ ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারী চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর চাঁদপুর সদর মডেল থানায় আইনশৃঙ্খলা বাহিনীর গতবাধা কাজ থেকে বের হয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে ব্যাপক পরিবর্তন করে পুরো জেলার মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম অর্জনে কাজ করে চলছেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।২০২১ সালের ফেব্রুয়ারী মাস থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ১৪ মাসে সফলতা অর্জন করেছেন বেশ। ইতিমধ্যে জেলা পুলিশের মাসিক মূল্যায়ন সভায় ৮ টি থানার মধ্যে ৪ বার ভারপ্রাপ্ত কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হন। নিজের দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন চৌকস অফিসার হিসেবে ১ বছরে ৪ বার একই ব্যক্তি শ্রেষ্ঠত্ব অর্জন অক্ষুণ্ণ রেখে নিজের সুনাম ধরে রাখার ও রেকর্ড খুব কম কর্মকর্তার জুড়িতে রয়েছে।

তিনি সদর মডেল থানার দায়িত্ব নেওয়ার পর থেকে এই থানা এলাকায় ইতিমধ্যে যে কটি হত্যার ঘটনা ঘটেছে। সে ঘটনাগুলোর ক্লু উদঘাটনে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করতে গিয়ে কখনো ঘটনার ২৪ ঘন্টা বা ১দিন, কখনো ৪৮ ঘন্টা বা ২দিন, কখনো ৭২ ঘন্টা বা ৩দিন হত্যা রহস্য উদঘাটন এবং মুল আসামী আটক করতে সক্ষম হয়েছেন।

বিগত ১৪ মাসে চাঁদপুর সদর মডেল থানায় রুজুকৃত ১৯১টি মাদক মামলায় ২২৬ জন আসামীসহ ৮,৯১৭ পিস ইয়াবা, ৫৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিভিন্ন অপরাধে নিয়মিত মামলায় ১৩০৯ জন আসামী গ্রেফতার। পুলিশ আইনের ৩৪ ধারায় ১২১৯ জন, ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় ৪৩ জন, ফৌঃ কাঃ বি ১৫১ ধারায় ১৮ জনসহ সর্বমোট ২৫৮৯ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ্দ করা হয়। ১টি ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন, মামলা ও জিডি মূলে ১৪৬ টি মোবাইল সেট, ২টি অটো রিক্সা, ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এছাড়া কোর্ট হতে প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা জিআর-৯৬৭, সিআর-৮৩৭, জিআর সাজা-১৬৫, সিআর সাজা-১২৫, সর্বমোট-২০৯৪ টি প্রাপ্ত হইয়া জিআর তামিল-৭৫৪, সিআর তামিল-৮৭, সিআর সাজা তামিল-৭২, মোট-১৫১১ জন আসামীকে আদালতে সোর্পদ্দ করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে দায়েরকৃত মামলার মোট-১৩০৭টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। অপরদিকে গ্রেফতারী পরোয়ানা মূলে সর্বমোট ২৮১৮টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) স্যারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চাঁদপুর সদর উপজেলাবাসীর নিবিঘ্নে জীবনযাপন করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়