প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:৩৪
কোস্টগার্ডের অভিযানে ১৫ মণ পাঙ্গাশের পোনা জব্দ
গত ১৯ জুন শনিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬শ’ কেজি (১৫মণ) পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়। গতকাল ২০ জুন রোববার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
|আরো খবর
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে চাঁদপুরের মেঘনা মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাতিয়া থেকে ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চে আনুমানিক ৬শ’ কেজি (১৫মণ) পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙ্গাশ মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, জলদস্যুতা দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ মৎস্য আহরণ বন্ধের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী উপস্থিত ছিলেন। তিনি বলেন, পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল দেশী পাঙ্গাশের প্রজনন ক্ষেত্র হওয়ায় কিছু অসাধু জেলে বড় বড় চাঁই পেতে দেশী পাঙ্গাশ মাছের পোনা নষ্ট করে থাকে। এ সকল অসাধু জেলে যাতে অবৈধভাবে মাছের পোনা নষ্ট করতে না পারে, এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ অন্যান্য জনপ্রতিনিধিদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। পরবর্তীতে পাঙ্গাশ মাছের পোনাগুলো স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।