প্রকাশ : ০৯ মে ২০২২, ১৭:৪৪
চাঁদপুর জজ আদালতে চুরির মামলায় প্রধান আসামী সৌরভ গ্রেফতার
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের খাস কামরায় সৌরভ নামের এক যুবক ঢুকেছিলো বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাঃ আবদুর রশিদ। সৌরভ মাদকাসক্ত অবস্থায় এ ঘটনা ঘটিয়েছে।
৯ মে সোমবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ওসি।
তিনি বলেন, অতিরিক্ত মাদক সেবন করে সৌরভ নামে ওই যুবক জেলা জজ স্যারের খাস কামরায় ঢুকে যায়। এরপর বিভিন্ন মালামাল বস্তাবন্দী করে নীচে নিয়ে আসলে অতিরিক্ত পরিশ্রমে ঘাম ঝড়ে তার নেশা কেটে যায়। পরে সে মালামাল ডোবার পাশে ফেলে চলে যায়।
ওসি আব্দুর রশীদ আরও বলেন, আমরা সিসি টিভি’র ফুটেজ চেক করে এর সত্যতা পেয়েছি। চুরিকৃত সকল মালামাল উদ্ধার হয়েছে বলে আমাদেরকে বিচারকগণ নিশ্চিত করেছেন।
এদিকে,পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া জানান, মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও প্রকৃত আসামীকে গ্রেফতার করার জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনা স্থলের সিসি টিভির ফুটেজ ও সিডিআর বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িত আমাসীকে সনাক্ত করা হয়েছে। তার প্রেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানাধীন সম্ভাব্য সকল স্থানে দীর্ঘ অভিযান পরিচালনা করে শহরের চেয়ারম্যানঘাট এলাকা হতে উক্ত ঘটনার প্রধান আসামী ১) মোঃ সৌরভ হোসেন(২৫)পিতা- মোঃ রফিক গাজী, সাং- মৈশাদী, আরব গাজীর বাড়ী, থানা ও জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে সে স্বীকার করে।
তদন্ত কর্মকর্তা আরো জানান, উক্ত আসামীর পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, চাঁদপুর সদর মডেল থানায় চুরির মামলাসহ পূর্বে একাধিক অভিযোগে সৌরভ গ্রেফতার হয়েছিলো।
গত ৭ মে শনিবার রাতে চাঁদপুর জেলা জজ আদালতের এজলাস, খাসকামরা ও নিচতলার গ্যারেজে চোর প্রবেশ করে খাসকামরা হতে সিসিটিভির মনিটর ০১টি, কম্পিউটারের ইউপিএস ০২টি, সাউন্ড সিস্টেম এমপ্লিফায়ার ০১টিসহ অন্যান্য অফিস সরঞ্জামাদি চুরি করে নিয়া যায় এবং এজলাসে রক্ষিত মামলার নথিপত্র তছনছ করে রাখে।
এ ঘটনায়
জেলা ও দায়রা জজ আদালত, চাঁদপুর এর নাজির মোঃ ছানাউল্যা তালুকদার চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করলে থানায় এফআইআর নং-১৩/২৭৭, তারিখ- ০৯ মে, ২০২২; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।
প্রসঙ্গত, চাঁদপুর জেলা জজ আদালত ভবনের খাস কামরায় চুরির ঘটনায় শহরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হওয়ার ১ দিন পার হতেই চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।