সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০

চাঁদপুরে শিশু অপহরণের ৫দিন পর নারায়নগঞ্জ থেকে উদ্ধার : গ্রেফতার ২

চাঁদপুরে শিশু অপহরণের ৫দিন পর নারায়নগঞ্জ থেকে উদ্ধার : গ্রেফতার ২
মোহাম্মদ মহিউদ্দিন

চাঁদপুরের কচুয়ায় বেলাল (১০) নামের এক মাদ্রাসার ছাত্রকে অপহরণের ৫ দিন পর নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে কচুয়া থানার পুলিশ। এ ঘটনায় নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার লক্ষীপুরা এলাকা থেকে অপহরণকারী রিপন (৩২) ও তার পিতা আলাউদ্দিন (৫৫)কে গ্রেফতার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, কচুয়ার গোহট দক্ষিণ ইউনিয়নের উচিতগাবা গ্রামের প্রবাসী ডলি বেগমের ছেলে বেলাল (১০) স্থানীয় রহিমানগর একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো। মা ডলি বেগম প্রবাসে থাকায় শিশু বেলাল নানা আবুল হোসেনের বাড়ি থেকেই ওই মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করতো।

৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বেলালকে খোঁজাখুজি করে না পাওয়া গেলে সোমবার তার নানা আবুল হোসেন কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। নিখোঁজের পর এরই মধ্যে অপরিচিত মোবাইলের মাধ্যমে শিশু বেলালের নানার পরিবারের সদস্যদের কাছে টেলিফোন করে জানায় যে, তারা বেলালকে অপহরণ করেছে। তারা বেলালের মুক্তিপন হিসেবে ১ লক্ষ দাবি করে।

এরই প্রেক্ষিতে বেলালের নানা আবুল হোসেন মুক্তিপন দাবির বিষয়টি কচুয়া থানাকে অবহিত করলে থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান নিশ্চিত করে। আজ বুধবার ভোর রাতে কচুয়া থানার এসআই তরুণ কান্তি, এএসআই রামু রায় আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় আড়াইহাজার থানার লক্ষীপুরা গ্রাম থেকে শিশু বেলালকে উদ্ধার করে। সাথে সাথে আটক করা হয় অপহরনকারী রিপন (৩২) ও তার পিতা আলাউদ্দিন (৫৫)কে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, শিশু বেলালের নিখোঁজের পর তার মুক্তিপনের টাকা পাঠানো জন্য দেয়া বিকাশ নাম্বারের সূত্র ধরে শিশু বেলালকে উদ্ধার করে অপহরণকারীদের আটক করি।

আজ বুধবার নারী ও শিশু দমন আইনে মামলা রুজু করে অপহরণকারী রিপন ও আলাউদ্দিনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত অপহরণকারীদের জেল হাজতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়