রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ২২:২১

কুমিল্লার মুরাদনগরে র‌্যাবের হাতে

ক্যাসিনোর আদলে অনলাইনে জুয়া পরিচালনাকারী আটক

ক্যাসিনোর আদলে অনলাইনে জুয়া পরিচালনাকারী আটক
প্রেস রিলিজ

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে খেলাধূলাকে কেন্দ্র করে অনলাইন জুয়া যুবক ও তরুণদের মাঝে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই জুয়ার পরিমাণ লীগ পর্যায়ে খেলাগুলোতে কম হলেও বিভিন্ন আন্তর্জাতিক আসরকে সামনে রেখে তা ব্যাপক হারে বৃদ্ধি পায়। র‌্যাবের গোয়েন্দা তথ্য অনুযায়ী চলমান কোপা আমেরিকা ও ইউরো কাপকে সামনে রেখে বাংলাদেশে এই অনলাইন জুয়ার পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই র‌্যাব কর্তৃক এই অনলাইন জুয়া চক্র সমূহকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা। এরই সূত্র ধরে র‌্যাব-১১-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল ১১ জুলাই রাতে কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাবুটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এই চক্রের অন্যতম সদস্য বাবুটিপাড়া গ্রামের আশকর সর্দারের ছেলে শরীফ শাহজালাল মিরাজ (২৫)-এর বাড়িতে তল্লাশী করে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ২টি মোবাইল, নগদ তেতাল্লিশ হাজার আটশ’ টাকা ও ৩টি চেকবই উদ্ধার করতে সক্ষম হয়। শরীফ শাহজালাল মিরাজ (২৫)-কে বাসায় না পেলেও তার স্ত্রীর দেয়া তথ্য মতে এই অনলাইন জুয়া চক্রের অন্যতম সদস্য একই গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ মিল্লাত হোসেন (২৮)-এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে র‌্যাব-১১-এর সিপিসি-২-এর আভিযানিক দল মোঃ মিল্লাত হোসেন (২৮)কে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মাধ্যমে সে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ মিল্লাত হোসেন (২৮)-এর দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের অপর একজন সদস্য একই গ্রামের কামাল হোসেন যে বর্তমানে র‌্যাব-৪ কর্তৃক গ্রেফতার হয়েছে তার বাড়িতে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত আরো ৩টি মোবাইল ফোন, নগদ পঁচানব্বই হাজার টাকা ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। উক্ত অভিযানে অনলাইনে জুয়া পরিচালনার মাধ্যমে অর্জিত সর্বমোট এক লাখ আটত্রিশ হাজার আটশ’ টাকা, ১১টি মোবাইল ফোন, ১৪টি সীমকার্ড, ১টি ল্যাপটপ ও ৩টি চেকবই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১১টি মোবাইলের মধ্যে ৮টি মোবাইল অন করা সম্ভব হয়েছে। উক্ত মোবাইল সমূহের বিকাশ, নগদ, ডাচ বাংলা ও ইসলামী ব্যাংক একাউন্টে ১১ জুলাই পর্যন্ত সর্বমোট ৫৬,৩৭,৯১৮/- (ছাপ্পান্ন লক্ষ সাতত্রিশ হাজার নয়শত আঠারো) টাকা লেনদেন হয়েছে বলে জানা যায়।

এই চক্রটি মূলত ‘বাজি লাইভ’ নামে মালয়েশিয়ান ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। এই ওয়েবসাইটটি মূলত মালয়েশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং বাংলাদেশের প্রতিটি জেলায় এর একজন করে এজেন্ট নিয়োগ করা আছে। গ্রেফতারকৃত আসামী মোঃ মিল্লাত হোসেন (২৮)-এর দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার মূল এজেন্ট মুরাদনগর থানার বাবুটিপাড়া গ্রামের সারোয়ার আহমেদ জুয়েল (৩৫)। সারোয়ার আহমেদ জুয়েল (৩৫) মূলত শরীফ শাহজালাল মিরাজ (২৫), মোঃ মিল্লাত হোসেন (২৮) ও কামাল হোসেনের মাধ্যমে ১৯টি গ্রুপ তৈরি করে এই অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। তাদের বক্তব্য অনুযায়ী বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ এ ধরনের মোবাইল ব্যাংকিং এর ডিলাররা প্রতিটি গ্রুপের এজেন্ট হতে পারে।

এই জুয়া পরিচালনার মাধ্যমে অর্জিত অর্থসমূহ সারোয়ার আহমেদ জুয়েল (৩৫) বাংলাদেশ সরকার প্রদত্ত বৈধ পন্থা অনুসরণ না করে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে পাচার করে। যার ফলশ্রুতিতে দেশের বাইরে বাংলাদেশের টাকা প্রচুর পরিমাণে পাচার হচ্ছে। পাচারকৃত টাকার পরিমাণের উপর এই চক্রের মূল হোতা সারোয়ার আহমেদ জুয়েল (৩৫) নির্ধারিত হারে কমিশন পায় এবং শরীফ শাহজালাল মিরাজ (২৫), মোঃ মিল্লাত হোসেন (২৮) ও কামাল হোসেনকেও কমিশন দেয়। এই চক্রটি দরিদ্র তরুণ-যুবকদেরকে অতিরিক্ত অর্থনৈতিক লাভের লোভ দেখিয়ে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত করছে। এতে করে বিষয়টি সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার মুরাদনগর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়