শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১৫:৪৬

মতলব উত্তরে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মাহবুব আলম লাভলু,ব্যূরো ইনচার্জ, মতলব উত্তর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মহসিন হোসেন দাই (২২) নামক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খাস উদমদী সাকীনস্থ জাফর বেপারী বাড়ীর মোঃ ইব্রাহীম বেপারীর দোচালা টিনের বসত ঘরের ভিতর তল্লাশী করিয়া তাকে আটক করা হয়েছে। মোঃ মহসিন হোসেন দাই (২০) ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের বাবুল দাইয়ের ছেলে।

থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদের তদারকীতে সঙ্গীয় এস.আই মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মতলব উত্তর থানাধীন খাস উদমদী সাকীনস্থ জাফর বেপারী বাড়ীর মোঃ ইব্রাহীম বেপারীর দোচালা টিনের বসতঘরের ভিতর তল্লাশী করিয়া গ্রেফতারকৃত আসামী মোঃ মহসিন হোসেন দাই (২০), পিতা- মোঃ বাবুল দাই, মাতা- মোসাঃ পারুল বেগম, সাং- উত্তর হাজীপুর, ০৫নং ওয়ার্ড, ফরাজীকান্দি ইউনিয়ন, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরের হেফাজত হইতে ০২ (দুই) কেজি এবং পলাতক আসামী ২। মোঃ ইব্রাহীম বেপারী (২২), পিতা- মোঃ জাফর বেপারী, মাতা- মোসাঃ খুকু মনি, সাং- খাস উদমদী, ৩নং ওয়ার্ড, ফরাজীকান্দি ইউনিয়ন, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর এর দখলীয় ০৩ (তিন) কেজি মোট ০৫ (পাঁচ) কেজি গাঁজা, যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার। আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি জানান, দীঘ সময় আমি ও আমার অফিসারদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে গাঁজাসহ আসামীকে ধরতে সক্ষম হয়েছি। মাননীয় পুলিশ সুপার দিকনিদ্দেশনায় মাদকের ব্যাপরে আমরা জিরো টলারেন্স কাজ করছি। মাদক ব্যবসায় ও সেবনকারীর তথ্য সরবরাহ করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়