মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ১৮:১৮

কোপা আমেরিকা ফাইনাল ম্যাচের ভবিষ্যৎ বাণী : উট বলছে জিতবে ব্রাজিল, বিড়াল-বাজপাখি বলছে জিতবে আর্জেন্টিনা!

কোপা আমেরিকা ফাইনাল ম্যাচের ভবিষ্যৎ বাণী : উট বলছে জিতবে ব্রাজিল, বিড়াল-বাজপাখি বলছে জিতবে আর্জেন্টিনা!
রাসেল হাসান

বিশ্বকাপের মত কোপা আমেরিকার ফাইনালকে কেন্দ্র করেও বিভিন্ন জ্যোতিষী প্রাণী ভবিষ্যৎ বাণী দিচ্ছে। এর মধ্যে তিনটি প্রাণীর ভবিষ্যৎ গণণার ভিডিও ফ্রুটেজ বেশ সারা জাগিয়েছে নেটিজেনদের মধ্যে।

প্রাণীদের এ ভবিষ্যৎ গণনা ফুটবল ভক্তদের মনে করিয়ে দেয় ২০১০ বিশ্বকাপের জ্যোতিষী প্রাণী ‘পল’ এর কথা। সে বছর বিশ্বকাপে কোন দল জিতবে তা ম্যাচের পূর্বে আট ম্যাচের আটটিরই ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করে হইচই ফেলে দিয়েছিল অক্টোপাস পল!।

২০১৪ বিশ্বকাপে হইচই ফেলা আরেক জ্যোতিষী প্রাণীর নাম ছিলো 'শাহীন'। অক্টোপাস পলের মতো সুখ্যাতি না পেলেও মরুর দেশের শাহিন মোটামুটি আলোচনায় এসেছিলো। বিশ্বকাপের সুপার সিক্সটিনের আট ম্যাচের সাতটিতে জয়ী দলের নাম আগেই ধরতে পেরেছিলো শাহিন। একইভাবে ২০১৮ বিশ্বকাপে আলোচনায় ছিলো জ্যোতিষী বিড়াল।

বিশ্বকাপের ম্যাচগুলোর ভবিষ্যৎ বাণী করা অক্টোপাস বেঁচে নেই।

বেঁচে থাকা দুবাইয়ের জ্যোতিষী উট শাহীনের মতে এবারের কোপা আমেরিকা ফাইনাল জিতবে ব্রাজিল। অপর দিকে জ্যোতিষী খ্যাত বাজপাখি ও বিড়াল বলছে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা। একবার নয়, টানা তিনবার পরীক্ষা চালানোর পর একই ফলাফল দেয় উট, বিড়াল ও বাজপাখি।

উটপাখির সামনে দু'দেশের দু'টি পতাকা সম্বলিত সাইনবোর্ড রেখে মধ্যখানে তাকে বসানো হয় যেটিতে শাহীন কামড় বসাবে সে দলটি অতীতে জয়ী হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সে হিসেবে কোপা আমেরিকার ফাইনালকে ঘিরে উট শাহীনকে যতবার গণণার জন্য বসানো হয় প্রতিবারই সে কামড়ে ধরে ব্রাজিলের পতাকা।

অপরদিকে একটি টেবিলে ব্রাজিল ও আর্জেন্টিনার কাগজের পতাকা রেখে ছেড়ে দেওয়া হয় শিকারী বাজপাখিকে। বাজপাখি যে পতাকাটি ঠোঁটে তুলবে সে দলই অতীতে জয় পেয়েছে বলে গণকগণ দাবী করেন। গতকাল প্রথমে ব্রাজিলের পতাকা ডানে ও আর্জেন্টিনার পতাকা বামে রেখে বাজপাখিকে ছেড়ে দেওয়া হয় পাখিটি আর্জেন্টিনার পতাকা ঠোঁটে তুলে। দ্বিতীয়বার ব্রাজিলের পতাকা বামে আর্জেন্টিনার পতাকা ডানে বসিয়ে ছেড়ে দেওয়া হয় বাজপাখি ডানে গিয়ে আর্জেন্টিনার পতাকাই ঠোঁটে তোলে। তৃতীয়বার কাগজের দু'টি পতাকাই উল্টো করে সাদা অংশ রেখে বাজপাখি ছেড়ে দিলে এবারো সে আর্জেন্টিনার পতাকাই ঠোঁটে তোলে।

ফাইনালে কারা জয়ী হবে তা নিয়ে আরো একটি গণণা জরিপ করা হয় বিড়াল দিয়ে। একটি মাঠে প্রথমে বামে ব্রাজিল লেখা হলুদ কাগজে ও ডানে আর্জেন্টিনা লেখা আকাশী রঙের কাগজে খাবার দেওয়া হয়। বিড়াল আর্জেন্টিনার আকাশী রঙের কাগজের খাবার খায়। ব্রাজিলের হলুদ কাগজের খাবার সে স্পর্ষও করেনি। এভাবে টানা তিনবার পরীক্ষা চালালে বিড়াল একই আচরণ করে।

তাই বিড়াল বাজপাখির ভবিষ্যৎ বাণী সঠিক হলে ২৮ বছরের শিরোপা খরা দূর করতে যাচ্ছে আর্জেন্টিনা মেসির হাতে প্রথম বারের মত উঠতে যাচ্ছে কোন আন্তর্জাতিক ট্রফি। আবার উট শাহীনের কথা সঠিক হলে টানা ২য় বার ও কোপা আমেরিকায় ১০ম বারের মত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে স্বাগতিক ব্রাজিল।

তবে প্রাণীর ভবিষ্যৎ বাণী শুনে আশায় বুক বাঁধা ফুটবল সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, ব্রাজিলকে ৭ গোলে গুঁড়িয়ে দিয়ে যে ম্যাচে জার্মানরা পৌঁছে গেল ফাইনালে, সেই ম্যাচের ভবিষ্যদ্বাণী হিসেবে উট শাহিন কামড়টা কিন্তু বসিয়েছিল ব্রাজিলের পতাকাতেই! আবার একই বছর ফাইনালে আর্জেন্টিনা জার্মানির মুখোমুখিতে প্রায় সকল জ্যোতিষী প্রাণী বলেছিলো চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা কিন্তু শেষ পর্যন্ত জার্মানিই হেসেছিলো বিজয়ের হাসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়