বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল
  •   আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ১৯:৩২

ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলায়

গ্রামের নিভৃত এলাকাতেও প্রযুক্তি পৌঁছে গেছে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রবীর চক্রবর্তী
গ্রামের নিভৃত এলাকাতেও প্রযুক্তি পৌঁছে গেছে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ৯ নভেম্বর সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তার সফল বাস্তবায়ন হয়েছে। আজ গ্রামের নিভৃত এলাকাতেও প্রযুক্তি পৌঁছে গেছে। ফলে সহজেই লোকজন সরকারি ও বেসরকারি নানা সেবা মূহূর্তেই পাচ্ছেন। আর সে সেবাকে আরো বেগবান এবং জনগণের মাঝে সরকারি প্রতিষ্ঠান সমূহ ভালোভাবে পৌঁছে দিতে এই মেলার আয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদেরকেও এই মেলার মাধ্যমে তাদের উদ্ভাবনী বিষয় সমূহ উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। আশা করছি আমাদের মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ প্রকাশ করবে এই মেলার মাধ্যমে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, সহকারী কমিশনার ভূমি আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে জনসাধারণক কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে ১৯টি স্টল স্থাপন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়