শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

মরহুম আব্দুল করিম পাটওয়ারীর মুক্তিযুদ্ধের ডিজিটাল সনদ হস্তান্তর

স্টাফ রিপোর্টার
মরহুম আব্দুল করিম পাটওয়ারীর মুক্তিযুদ্ধের ডিজিটাল সনদ হস্তান্তর

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারী মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ কৃতজ্ঞতার স্বীকৃতি স্বরূপ ডিজিটাল সনদপত্র পরিবারের কাছে প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সনদপত্রটি দেয়া হয়।

রোববার ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্রটি পরিবারের কাছে হস্তান্তর করেন। সেটি গ্রহণ করেন মরহুমের জ্যেষ্ঠ সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ছোট ছেলে আবু নাছের বাচ্চু পাটওয়ারী, নাতি মোঃ রাফি পাটওয়ারী ।

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০০ সালের মরহুম আব্দুল করিম পাটওয়ারী চাঁদপুর শহরের তালতলাস্থল নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই বিকেল ৫টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। চাঁদপুরের স্মরণকালের এ বিশাল নামাজের জানাজা শেষে তাঁর বাড়ির সামনে পাটওয়ারী বাড়ির মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল করিম পাটওয়ারী সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং চাঁদপুরবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার এবং সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। চাঁদপুর পৌরসভাকে আধুনিকায়ন করতে তাঁর চিন্তা-চেতনা ও পরিকল্পনা ছিলো অন্যদের চেয়ে ভিন্ন। তাই চাঁদপুরবাসী এখনো তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়