প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৩:১৫
মতলব উত্তরের গজরা ইউনিয়নে ইউএনও'র প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মতলব উত্তরের গজরা ইউনিয়নে ৫’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও গাজী শরিফুল হাসান।
|আরো খবর
গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওটার চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ হানিফ দর্জির সভাপতিত্বে এবং গজরা ইউনিয়ন পরিষদের সচিব ও চাঁদপুর জেলা বাপসা'র অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওরঙ্গজেব, ট্যাগ অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা নুরুন্নবী, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছানা উল্লাহ মোল্লা, ওটার চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হান্নান দর্জি।
বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ ছাত্তার প্রধান, প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম ,২নং ওয়ার্ড সদস্য সুরুজ মুন্সী,৩ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম নুরু, ৫নং ওয়ার্ড সদস্য জাহিদ হোসেন ,৭নং ওয়ার্ড সদস্য কবির হোসেন , ৮নং ওয়ার্ড সদস্য শাহ আলম , ৯নং ওয়ার্ড সদস্য শাহ জালাল প্রধান, সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা ইসলাম প্রমুখ।