বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৪:১০

মতলবে শ্বশ্বর বাড়িতে মেয়ে ও জামাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক
মতলবে শ্বশ্বর বাড়িতে মেয়ে ও জামাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের দিঘলদী গাজী বাড়ীতে মেয়ে মুক্তা ও জামাই নজরুল ইসলাম (২৩) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে শ্বশুর বাড়ীর লোকজন ও স্থানীয় দুবৃত্তরা। গত ১৬ জুলাই বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করেছে।

বর্তমানে জামাই নজরুল ইসলাম ঢাকার সোহরাওয়ার্দি ও মেয়ে মুক্তা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামাই নজরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। মেয়ে মুক্ত ৮মাসের অন্তঃস্বত্তা।

আহতের পিতা মোবারক মোল্লা জানায়, আমার ছেলে ওই দিন দুপুরে তার শ্বশুর বাড়ী দিঘলদী গাজী বাড়ীতে যায়। পরে ওই এলাকার জনৈক লোক খবর দেয় আপনার ছেকে কুপিয়ে জখম করা হয়েছে। ওই বাড়ীর প্রতিবেশী আসলাম, চাচা শ্বশুরের মেয়ের জামাই সেলিম ও মেয়ে রেহেনা আক্তার উপর্যুপরি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহতদেরকে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে। পরে নজরুল ইসলামের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দি হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়