প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ১৭:৪২
ফরিদগঞ্জে স্বাস্থ্য বিভাগের সড়ক দুর্ঘটনা ও পানিতে পড়ে মৃত্যুর হার রোধে কর্মশালা
চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সড়ক দুর্ঘটনা ও পানিতে পড়ে মৃত্যুর হার রোধে জনসচেতনতা মূলক কর্মশালা রোববার (১৪ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, মসজিদের ইমাম, শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
কর্মশালার বিষয় বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোঃ আশরাফ আহম্মেদ চৌধুরী , আরএমও ডাঃ কামরুল ইসলাম ও ডাঃ সুব্রত সাহা, জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ ইউসুফ। কর্মশালায় আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, সাংবাদিক নুরুন্নবী নোমান, আবু হেনা মোস্তফা কামাল, প্রবীর চক্রবর্ত্তী, মো: মহিউদ্দীন, জনপ্রতিনিধিদের মধ্যে জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, কাউন্সিলর জাহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর খোদেজা আক্তার, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাও. ইউনুছ প্রমূখ।