প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ১৯:০৬
সাড়ে চার মাস পর একদিনে শনাক্ত ৬০০’র নিচে
সারাদেশে করোনায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত হয়েছেন ৫৮৯ জন
দেশে সাড়ে চার মাস পর একদিনে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ৬০০ জনের নিচে নেমে এলো। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে শনাক্ত হয়েছেন ৫৮৯ জন। গত ১৬ মে একদিনে ৩৬৩ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর থেকে প্রতিদিনই ছয় শতাধিক মানুষের মধ্যে কোভিড-১৯ ধরা পড়েছে।
|আরো খবর
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। ১ অক্টোবর সকাল ৮টা থেকে ২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত শনাক্ত হওয়া ৫৮৯ জনকে নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।
করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৫৫৫ জন। গতকাল ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৫ জন আর নারী ৯ জন। তাদের মধ্যে ৯১-১০০ বছরের মধ্যে একজন, ৭১-৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১-৪০ বছরের মধ্যে একজন এবং ২১-৩০ বছরের মধ্যে দুইজন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের ১৪ জন ঢাকার, চারজন চট্টগ্রামের ও দুইজন রংপুরের বাসিন্দা ছিলেন। এছাড়া খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩ জন।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষ ১৭ হাজার ৬৮৩ জন এবং নারীর সংখ্যা ৯ হাজার ৮৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৪১৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৮৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৭৩ হাজার ২৪৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৯৭ হাজার ৪৯৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৭৫ হাজার ৭৪৫টি পরীক্ষা হয়েছে।